ঢাকা ২৬ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় ফুলকলি কারখানার দূষণ বন্ধে স্মারকলিপি পটিয়ায় ফুলকলি কারখানার দূষণ বন্ধে স্মারকলিপি বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে: প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান বল হাতে লড়াইয়ের পরও হার মানল বাংলাদেশ কাশ্মীরে হামলার শোক জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের পারভেজ হত্যা মামলায় দুই ছাত্রী বহিষ্কার, খুঁজছে পুলিশ ক্ষমতার চেয়ারে যে বসে, সে-ই সবকিছু লুটে খেতে চায়: ধর্ম উপদেষ্টা রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: শাজাহান খান মারা গেলেন পোপ ফ্রান্সিস

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫% করার ঘোষণা ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৫,  5:20 PM

news image
ছবি: সংগৃহীত

চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে ২৪৫% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন কর্তৃক মার্কিন পণ্যে প্রতিশোধমূলক শুল্ক আরোপের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে হোয়াইট হাউজের এক বিবৃতিতে।  গত ১৫ এপ্রিল প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, চীনের একতরফা ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

চলতি মাসের শুরুতে বিশ্বের বহু দেশের ওপর দেদারসে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিন যেকোনও পণ্য আমদানিতে ১০ শতাংশ এবং বিভিন্ন দেশে মার্কিন পণ্য আমদানিতে যে শুল্ক জারি রেখেছে তার বিপরীতে পাল্টা শুল্ক আরোপ করে ওয়াশিংটন। এরপর থেকেই শুল্ক কমানোর জন্য বিভিন্ন দেশের নেতারা হোয়াইট হাউজের সঙ্গে দেনদরবার শুরু করে।

তবে দেনদরবারের ধার ধারেনি বেইজিং। তারাও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক জারি করে। এতে নাখোশ হন মার্কিন প্রেসিডেন্ট। নতুন শুল্ক নীতি ঘোষণার কিছুদিন পর তা সব দেশের জন্য ৯০ দিনের স্থগিতাদেশ দিলেও, চীনকে উলটো দেন বাড়তি শুল্কের বোঝা। দুদেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলায় পুরো বিশ্বে এখন বাণিজ্যযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।

হোয়াইট হাউজের ওই বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওপর উচ্চ হারে কর আরোপকারী দেশগুলোর পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে বিশ্বের ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির জন্য আলোচনায় আগ্রহ দেখালে এসব শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী